ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

মা ইলিশ ধরায় মেঘনায় ৬ জেলে আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৩ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০২২
মা ইলিশ ধরায় মেঘনায় ৬ জেলে আটক আটক জেলেরা

চাঁদপুর: নিষেধাজ্ঞা অমান্য করে চাঁদপুরের মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় ইলিশ ধরার দায়ে ইঞ্জিনচালিত একটি নৌকাসহ ছয় জেলেকে আটক করেছে হরিণা নৌপুলিশ ফাঁড়ির সদস্যরা।  

বুধবার (১৯ অক্টোবর) দুপুরের দিকে জেলা সদরের চান্দ্রা ইউনিয়নের আখনের হাট এলাকা থেকে তাদের আটক করা হয়।

 

আটকরা হলেন- মিন্টু চৌকিদার (২৭), শরিফ চৌকিদার (২২), শামিম বেগ (১৯), নাঈম চৌকিদার (২০), জিহাদ বেগ (২৭) ও রফিক চৌকিদার (৬২)।  

হরিণা নৌপুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) বাবুল বালা বাংলানিউজকে বলেন, আটক জেলেরা সবাই চান্দ্রা ইউনিয়নের বাখরপুর গ্রামের বাসিন্দা। মেঘনা নদীতে মা ইলিশ সংরক্ষণ অভিযানে তাদের আটক করা হয়। তাদের বিরুদ্ধে মৎস্য আইনে মামলা হয়েছে এবং তাদের চাঁদপুর আদালতে পাঠানো হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৮৫০ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।