ময়মনসিংহ: ময়মনসিংহে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধের জেরে দু’পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ হয় এবং এতে একজন আহত হন।
বুধবার (১৯ অক্টোবর) দুপুর ২টার দিকে নগরীর আকুয়া এলাকায় এ সংঘর্ষ হয়।
তবে সংঘর্ষে আহত ব্যক্তির তাৎক্ষনিভাবে নাম ও পরিচয় জানা যায়নি।
স্থানীয় যুবলীগ কর্মী রাসেল ও নূরউদিন গ্রুপের মধ্যে এই সংর্ঘষ হয় বলে জানিয়েছেন কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মো. কামাল আকন্দ।
তিনি জানান, এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত কয়েকদিন ধরে বিরোধ চলছিল স্থানীয় রাসেল ও নূরউদ্দিনের মধ্যে। ইতোমধ্যে বিষয়টি নিয়ে থানায় একটি মামলা দায়ের হয়েছে। মূলত ওই বিরোধের জের ধরে আজ নগরীতে একটি মানববন্ধন কর্মসূচী থেকে ফেরার পথে আকুয়া এলাকায় আবারও সংঘর্ষে জড়ায় এই দু’টি বিবাদমান গ্রুপ। এ সময় তাদের ককটেল বিস্ফোরণে একজন আহত হন।
ওসি আরও জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।
বাংলাদেশ সময়: ১৯১০ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০২২
এফআর