ময়মনসিংহ:ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলায় ছেলের দায়ের কোপে বাবা ঈমান আলী ফকির (৭০) খুন হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত ছেলে জহিরুল ইসলাম ফকিরকে(৪৫) আটক করেছে পুলিশ।
বুধবার (১৯ অক্টোবর) দুপুর পৌনে ১২টার দিকে উপজেলার ২ নম্বর বড়গ্রাম ইউনিয়নের মীর্জাকান্দা গ্রামে এ ঘটনা ঘটে।
মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান জানান,জহিরুল প্রায় ৩০ বছর ধরে মানসিক রোগে আক্রান্ত। তার স্ত্রী ও সন্তান রয়েছে। স্বাভাবিকভাবে জীবন-যাপন করলেও মাঝে মধ্যেই মানসিক ভারসাম্য হারিয়ে উত্তেজিত হয়ে পড়েন তিনি। মঙ্গলবার জহিরুলের শ্বশুর মারা যান। এ খবরে জহিরুলের স্ত্রী বাবার বাড়ি ছুটে যান। বুধবার সকালে তিনি স্বামীর বাড়ি ফিরলে জহিরুল তাকে মারধর শুরু করেন। এসময় ঈমান আলী ঠেকাতে গেলে জহিরুল তার বাবাকে দা’ দিয়ে কুপিয়ে জখম করেন। এতে ঘটনাস্থলেই ঈমান আলী ফকির মারা যান।
ওসি আরও জানান, এ ঘটনায় জহিরুলকে আটক করা হয়েছে। সেই সঙ্গে মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
বাংলাদেশ সময়: ২২২৫ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০২২
এসআই