চাঁদপুর: চাঁদপুরের কচুয়া উপজেলার পূর্ব কালোচো বারেকের ব্রিজের কাছে ট্রাকের ধাক্কায় রাজন সাহা (৩৭) নামে এক মোটরসাইকেলআরোহী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন তার সঙ্গে থাকা সুমন নামে এক যুবক।
বুধবার (১৯ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে হাজীগঞ্জ-কচুয়া সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত রাজন ও আহত সুমনের বাড়ি ফরিদগঞ্জ উপজেলার সাইচেংড়া এলাকায়।
কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহিম খলিল বাংলানিউজকে বলেন, রাতে রাজন ও সুমন মোটরসাইকেলে করে পূর্ব কালোচো বারেকের ব্রিজের কাছ দিয়ে যাচ্ছিলেন। এসময় একটি ট্রাককে ওভারটেক করতে গেলে ট্রাকটি তাদের ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই রাজনের মৃত্যু হয়। এসময় আহত হন সুমন। খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। আহত ব্যক্তিকে চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ০২০৩ ঘণ্টা, অক্টোবর ২০, ২০২২
এসআই