ফরিদপুর: ফরিদপুরের সদরপুর উপজেলায় পদ্মা নদীতে অভিযান পরিচালনা করে ১৬ জেলেকে আটক করা হয়েছে।
বুধবার (১৯ অক্টোবর) সকালে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটকদের বিভিন্ন মেয়াদে সাজা ও জরিমানা করা হয়।
অভিযান পরিচালনার সময় উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের সহযোগীতায় মাঠে ছিল সদরপুরের চন্দ্রপাড়া ফাঁড়ি পুলিশ। এ সময় জেলেদের কাছ থেকে ৯০ হাজার মিটার জাল ও ৮০ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়।
জানা গেছে, সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার অপরাধে জেলেদের আটক করা হয়। এ সময় ১২ জেলেকে বিভিন্ন মেয়াদে সাজা ও চার জেলেকে পাঁচ হাজার করে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া জব্দকৃত ইলিশগুলো বিভিন্ন এতিমখানায় বিতরণ এবং অবৈধ জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সদরপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্টেট আহসান মাহমুদ রাসেল। এ সময় সেখানে আরও উপস্থিত ছিলেন মৎস্য কর্মকর্তা এস এম মাহমুদুল হাসান ও সদরপুরের চন্দ্রপাড়া ফাঁড়ি পুলিশের একটি টিম।
বাংলাদেশ সময়: ০৯১৩ ঘণ্টা, অক্টোবর ২০, ২০২২
এফআর