ঢাকা, শুক্রবার, ৯ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

মিরপুরে চলছে ডেঙ্গু বিরোধী অভিযান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৯ ঘণ্টা, অক্টোবর ২০, ২০২২
মিরপুরে চলছে ডেঙ্গু বিরোধী অভিযান ছবি: জিএম মুজিবুর

ঢাকা: রাজধানীর মিরপুরে ডেঙ্গু বিরোধী সচেতনতামূলক অভিযান চালাচ্ছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। অভিযানে নেতৃত্ব দিচ্ছেন ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগে. জেনা. মো. জোবায়দুর রহমান।

বৃহস্পতিবার (২০ অক্টোবর) সকাল ১০ টায় রাজধানীর মিরপুর পূর্ব মনিপুর এলাকায় এ অভিযান শুরু হয়।

ব্রিগে. জেনা. মো. জোবায়দুর রহমান বলেন, আমাদের সবাইকে ডেঙ্গু বিষয়ে সচেতন হতে হবে। জনগণকে সচেতন করতেই এ অভিযান। এডিস মশার লার্ভার বিষয়ে মানুষকে জানানো হচ্ছে।

তিনি বলেন, মিরপুরের পূর্ব মনিপুর ডিএনসিসির ১৩ নম্বর ওয়ার্ড এলাকায় এ অভিযান চালানো হচ্ছে। অভিযান শেষে বিস্তারিত জানানো হবে।

বাংলাদেশ সময়: ১০৫৮ ঘণ্টা, অক্টোবর ২০, ২০২২
এমএমআই/জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।