ঢাকা, শুক্রবার, ৯ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

মানিকগঞ্জে ৪ মাদক বিক্রেতা আটক 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৬ ঘণ্টা, অক্টোবর ২০, ২০২২
মানিকগঞ্জে ৪ মাদক বিক্রেতা আটক 

মানিকগঞ্জ: মানিকগঞ্জের তিনটি উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে ইয়াবা-হেরোইনসহ চার মাদক বিক্রেতাকে আটক করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।  

বৃহস্পতিবার (২০ অক্টোবর) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন জেলা ডিবি পুলিশের ইনচার্জ মো. মোশারফ হোসেন।

 

আটক ব্যক্তিরা হলেন-সদর উপজেলার সেওতা এলাকার তারা মিয়ার ছেলে রাব্বি (২৬), সাটুরিয়ার গোপালপুর এলাকার মোশাররফ হোসেনের ছেলে সাখাওয়াত হোসেন, ঘিওর উপজেলার কুস্তা এলাকার মৃত চান মিয়ার ছেলে লিটন মিয়া (৩৭) ও দৌলতপুর উপজেলার ধামশ্বর এলাকার হুমায়ুন কবির (৪৫)।

জেলা ডিবি পুলিশের ইনচার্জ মো. মোশারফ হোসেন বলেন, দীর্ঘদিন ধরে ওই চারজন মাদক বিক্রি করে আসছিলেন। খবর পেয়ে তাদের আটক করা হয়। তাদের কাছ থেকে আট গ্রাম হেরোইন ও আড়াইশ’টি ইয়াবা বড়ি জব্দ করা হয়। এ ঘটনায় মানিকগঞ্জ সদর, ঘিওর ও দৌলতপুর থানায় তাদের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হচ্ছে।  

এছাড়া তাদের নামে একাধিক মামলা আদালতে বিচারাধীন বলেও জানান তিনি।  

বাংলাদেশ সময়: ১২৪৪ ঘণ্টা, অক্টোবর ২০, ২০২২
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।