ঢাকা: রাজধানীর গুলশান এলাকায় অভিযান চালিয়ে ১৬৮ বোতল বিদেশি মদসহ মো. নয়ন হাসান (৪৪) নামে এক বিক্রেতাকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৩)।
বুধবার (১৯ অক্টোবর) রাতে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
র্যাব-৩ এর অধিনায়ক লে. কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ জানান, গ্রেফতার নয়ন দীর্ঘদিন ধরে মাদকদ্রব্য নিজ হেফাজতে রেখে রাজধানীর বিভিন্ন এলাকায় কেনা-বেচা করে আসছিলেন। তার বিরুদ্ধে নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ এবং রাজধানীর মুগদা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে বলে জানা গেছে।
তিনি আরও বলেন, গ্রেফতার আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
বাংলাদেশ সময়: ১৩৫৭ ঘণ্টা, অক্টোবর ২০, ২০২২
পিএম/জেডএ