ঢাকা: রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য বাংলাদেশকে উচ্চ ক্ষমতা সম্পন্ন নিউক্লিয়ার রি-অ্যাক্টর দেবে রাশিয়া।
বৃহস্পতিবার (২০ অক্টোবর) সকালে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাতকালে রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক শক্তি কমিশন- রোসাটমের মহাপরিচালক অ্যালেক্সি লিখাচেভ এ কথা বলেন।
পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করেন।
রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য ২০২৩ সালের অক্টোবরে ফ্রেশ নিউক্লিয়ার ফুয়েল দেওয়ার কথা জানিয়ে অ্যালেক্সি লিখাচেভ বলেন, আন্তর্জাতিক আনবিক সংস্থার প্রধানসহ সংশ্লিষ্ট কর্মকতাদের নিয়ে তারা দিনটি উদযাপন করতে চান।
বৈঠকে স্বাধীনতার পর থেকে অব্যহত ভাবে বাংলাদেশকে সহায়তা দেওয়ায় রাশিয়াকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ।
একই সঙ্গে করোনা মহামারির মধ্যেও রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রের কাজ অব্যাহত রাখায় রোসাটমের মহাপরিচালককে ধন্যবাদ জানান তিনি।
পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি সঠিক ভাবে পরিচালনা ও রক্ষণাবেক্ষণের জন্য বাংলাদেশিদের প্রয়োজনীয় প্রশিক্ষণ নিশ্চিতের পাশাপাশি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নিরাপত্তার ওপরও গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী।
রোসাটম মহাপরিচালক বলেন, সঠিক ভাবে পরিচালনা ও রক্ষণাবেক্ষণের জন্য বাংলাদেশিদের প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়া হবে।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অ্যাম্বাসেডর অ্যাট লার্জ এম জিয়াউদ্দিন, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আহমদ কায়কাউস, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জিয়াউল হাসান, রাশিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত কামরুল আহসান।
বাংলাদেশ সময়: ১৫১৯ ঘণ্টা, অক্টোবর ২০, ২০২২
এমইউএম/এসএ