গাইবান্ধা: গাইবান্ধার সুন্দরগঞ্জে ধানক্ষেত থেকে খলিলুর রহমান (৪৫) নামে এক অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২০ অক্টোবর) সকালে উপজেলার রামজীবন ইউনিয়নের খংগুয়ার ব্রিজের পাশের ক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
খলিলুর উপজেলার শান্তিরাম ইউনিয়নের পশ্চিম পরাণ গ্রামের মৃত এনায়েতুউল্লাহর ছেলে।
স্বজনরা জানায়, বুধবার সন্ধ্যায় অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হন খলিলুর। এরপর রাতে আর ফেরেননি। তার ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ পান স্বজনরা। পরদিন বৃহস্পতিবার সকালে রামজীবন ইউনিয়নের খংগুয়ার ব্রিজের দক্ষিণ পাশে বেকাটারি সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন রাস্তার পাশের ধানক্ষেতে তার মরদেহ পাওয়া যায়।
বিষয়টি নিশ্চিত করে সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত, ওসি) সেরাজুল ইসলাম জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। ঘটনার সঙ্গে অটোরিকশা ছিনতাইকারী চক্র জড়িত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
বাংলাদেশ সময়: ১৫৩১ ঘণ্টা, অক্টোবর ২০, ২০২২
এসআই