ঢাকা, শুক্রবার, ৯ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

জনশক্তি পাঠাতে লিবিয়ার সঙ্গে সমঝোতা সই হবে: পররাষ্ট্রমন্ত্রী

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৭ ঘণ্টা, অক্টোবর ২০, ২০২২
জনশক্তি পাঠাতে লিবিয়ার সঙ্গে সমঝোতা সই হবে: পররাষ্ট্রমন্ত্রী

ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন জানিয়েছেন, বাংলাদেশ থেকে লিবিয়ায় জনশক্তি পাঠাতে সমঝোতা সই হবে।  

বৃহস্পতিবার (২০ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ কথা জানান।

ড. মোমেন বলেন, বাংলাদেশে লিবিয়ার নবনিযুক্ত রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক হয়েছে। বাংলাদেশ থেকে লিবিয়ায় জনশক্তি পাঠাতে আমরা একটি সমঝোতা সই করব।

তিনি আরও বলেন, লিবিয়ায় বর্তমানে ২০ হাজার বাংলাদেশি আছেন। এক সময় সেখানে ৭০ হাজার বাংলাদেশি ছিলেন। এখন অনেকেই অবৈধভাবে সেখানে যান। এতে আমাদের বদনাম হয়। আমরা বৈধভাবে লিবিয়ায় জনশক্তি পাঠাতে চাই।

বাংলাদেশ সময়: ১৫৩৫ ঘণ্টা, অক্টোবর ২০, ২০২২
টিআর/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।