ফরিদপুর: ফরিদপুরের চরভদ্রাসনে পদ্মা নদীতে অভিযান চালিয়ে ৫০০ মিটার অবৈধ চায়না দুয়ারি জাল জব্দ করে তা আগুনে পুড়িয়ে বিনষ্ট করেছে উপজেলা মৎস্য বিভাগ।
বৃহস্পতিবার (২০ অক্টোবর) দুপুর ১২টা থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলা অংশে পদ্মা নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে জালগুলো জব্দ করা হয়।
অভিযানে সার্বিক সহযোগিতা করেন উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. জুয়েল রানা, ক্ষেত্র সহকারি শামিম আরেফিন, চরভদ্রাসন থানার উপ-পরিদর্শক মো. আকরাম হোসেনসহ সঙ্গীয় পুলিশ সদস্যরা।
বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. জুয়েল রানা।
বাংলাদেশ সময়: ২১৫০ ঘণ্টা, অক্টোবর ২০, ২০২২
এসআরএস