ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

মোটরসাইকেল চোর চক্রের মূলহোতাসহ আটক ২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩০ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০২২
মোটরসাইকেল চোর চক্রের মূলহোতাসহ আটক ২

ঢাকা: মোটরসাইকেল চোর চক্রের মূলহোতাসহ ২ জনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৩)। এসময় তাদের কাছ থেকে একটি মোটরসাইকেল ও মোবাইলফোন জব্দ করা হয়।

রোববার (২৩ অক্টোবর) দিনগত রাতে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ সিমরাইল মোড় এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।  

আটকরা হলেন- মোটরসাইকেল চোর চক্রের মূলহোতা মো. জাহেদ হাসান (১৮) ও মো. আব্দুল মুহাইমিন (১৮)।

সোমবার (২৪ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব-৩ এর অধিনায়ক লে. কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ।  

তিনি জানান, আসামিরা চুরির বিষয়টি স্বীকার করেছে। তারা দীর্ঘদিন যাবত নারায়ণগঞ্জ ও রাজধানীসহ দেশের বিভিন্ন জায়গা থেকে মোটরসাইকেল চুরি করে আসছিল। চুরির গাড়িগুলো চ্যাসিজ নম্বর, ইঞ্জিন নম্বর পরিবর্তন করে ক্রয়-বিক্রয় করে আসছিল।  

আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান তিনি।  

বাংলাদেশ সময়: ১৫২৯ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০২২
এমএমআই/এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।