রাঙামাটি: পার্বত্য জেলা রাঙামাটিতে ঘূর্ণিঝড় সিত্রাংয়ের তেমন প্রভাব নেই। তবে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি থাকায় রয়েছে ভূমি ধসের শঙ্কা।
এদিকে সোমবার (২৪ অক্টোবর) সকাল থেকে জেলায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাত হচ্ছে এবং আকাশ মেঘাছন্ন রয়েছে।
রাঙামাটি জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে- ঘূর্ণিঝড় 'সিত্রাং'য়ের প্রভাবে ভারি থেকে অতিভারি বর্ষণের শঙ্কা রয়েছে। এ কারণে পাহাড়ি এলাকায় ভূমিধস হতে পারে। এজন্য সংশ্লিষ্ট সবাইকে সর্বোচ্চ সতর্ক থাকার পাশাপাশি নিকটবর্তী নিরাপদ স্থানে আশ্রয় নিতে অনুরোধ জানানো হচ্ছে।
রাঙামাটি জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মিজানুর রহমান বলেন, রাঙামাটিতে ঘূর্ণিঝড় সিত্রাংয়ের তেমন কোনো প্রভাব নেই। তবে সিত্রাংয়ের প্রভাবে ভারি বৃষ্টিপাতের আশঙ্কা থাকায় ভূমি ও পাহাড় ধসের শঙ্কা রয়েছে। এ কারণে জেলা প্রশাসনের পক্ষ থেকে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে।
ডিসি আরও বলেন, সোমবার বিকেলে জেলা প্রশাসনের পক্ষ থেকে ঘূর্ণিঝড় নিয়ে প্রস্তুতিমূলক সভা করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৯৪৯ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০২২
এসআই