ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

অবৈধ পিস্তল রাখায় দায়ে যুবকের ১০ বছর কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৭ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০২২
অবৈধ পিস্তল রাখায় দায়ে যুবকের ১০ বছর কারাদণ্ড

সিরাজগঞ্জ: অবৈধ পিস্তল ও গুলি রাখার দায়ে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় রেজাউল করিম (৩২) নামে এক যুবককে ১০ বছর কারাদণ্ড দিয়েছেন আদালত।  

মঙ্গলবার (২৫ অক্টোবর) দুপুরের দিকে সিরাজগঞ্জ স্পেশাল ট্রাইব্যুনালের-৬ এর বিচারক সুপ্রিয়া রহমান এ দণ্ডাদেশ দেন।

দণ্ডপ্রাপ্ত রেজাউল উল্লাপাড়া উপজেলার কোনাবাড়ি গ্রামের মৃত খলিল সরদারের ছেলে।

স্পেশাল ট্রাইব্যুনালের স্টেনোগ্রাফার নিহারুল ইসলাম এ তথ্য বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

মামলা সূত্রে জানা গেছে, গোপন তথ্যের ভিতিতে ২০১৫ সালের ৩১ ডিসেম্বর রাতে উল্লাপাড়ার কোনাবাড়ী এলাকা থেকে অবৈধ একটি পিস্তল ও এক রাউন্ড গুলিসহ রেজাউলকে আটক করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১২ এর সদস্যরা। এ ঘটনায় উল্লাপাড়া থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়। মামলায় ১০ জন সাক্ষীর সাক্ষ্য নেন আদালত। সাক্ষ্য প্রমাণে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত রেজাউলকে ১০ বছরের কারাদণ্ডের আদেশ দেন।

বাংলাদেশ সময়: ১৫১৫ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।