ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

ফরিদপুরে বিশালাকৃতির বিলবোর্ড ভেঙে পড়ল দুই বাসের ওপরে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২২ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০২২
ফরিদপুরে বিশালাকৃতির বিলবোর্ড ভেঙে পড়ল দুই বাসের ওপরে

ফরিদপুর: ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় ঘূর্ণিঝড় সিত্রাংয়ের তাণ্ডবে দুই বাসের ওপরে ভেঙে পড়েছে একটি বিশালাকৃতির বিলবোর্ড। সোমবার (২৪ অক্টোবর) রাতে  এ ঘটনা ঘটে।

এ সময় বাসের ভেতরে থাকা চালক-হেলপারদের উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে নেয় স্থানীয়রা।

মঙ্গলবার (২৫ অক্টোবর) দুপুরে ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আজিম উদ্দীন বাংলানিউজকে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

জানা যায়, সোমবার রাতে একটি বিশাল আকৃতির বিলবোর্ড ঝড়ের সময় বাস দুটি ওপর আছড়ে পড়ে। আগেও সামান্য বাতাসে এসব বিলবোর্ডের ভেঙে পড়ার নজির রয়েছে।

ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজিম উদ্দিন জানান, অপরিকল্পিত ও ঝুঁকিপূর্ণ বিলবোর্ড অপসারণের জন্য আমরা ইতোমধ্যেই রোড অ্যান্ড হাইওয়েকে নির্দেশনা দিয়েছি। তারা, বিলবোর্ড সরাতে কয়েকদিন আগে মাইকিং করেছেন। নির্দিষ্ট সময়ের মধ্যে ঝুঁকিপূর্ণ বিলবোর্ড না সরানো হলে এব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।  

বাংলাদেশ সময়: ১৫২২ ঘণ্টা, অরক্টাবর ২৫, ২০২২
এমএমজেড

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।