ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

চাকরি জাতীয়করণের দাবিতে জয়পুরহাটে মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৯ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০২২
চাকরি জাতীয়করণের দাবিতে জয়পুরহাটে মানববন্ধন

জয়পুরহাট: স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে ইউনিয়ন পরিষদের স্থানীয় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য গ্রাম পুলিশের চাকরি জাতীয়করণের দাবিতে জয়পুরহাটে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৫ অক্টোবর) দুপুরে জয়পুরহাট জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনীর কর্মচারী ইউনিয়নের আয়োজনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে গ্রাম পুলিশ কর্মচারী ইউনিয়নের সভাপতি ইলিয়াস হোসেন, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেনসহ প্রায় তিন শতাধিক গ্রাম পুলিশ সদস্য অংশগ্রহণ করেন।

মানববন্ধনে তাদের চাকরি জাতীয়করণ ও বেতন বৃদ্ধিসহ কয়েকটি দাবি জানিয়ে জেলা প্রশাসনের কার্যালয়ে স্মারকলিপি দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৫৫৭ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০২২
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।