পঞ্চগড়: বাজার তদারকি অভিযান চালিয়ে পঞ্চগড়ের আটোয়ারীতে দুই প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
মঙ্গলবার (২৫ অক্টোবর) দুপুরের দিকে উপজেলার বলরামপুর বাজারে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।
সহকারী পরিচালক পরেশ চন্দ্র বর্মন বাংলানিউজকে জানান, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার উৎপাদন করায় বলরামপুর বাজারের সুমি বেকারিতে ছয় হাজার ও মেয়াদউত্তীর্ণ কীটনাশক রাখার দায়ে ভাই ভাই ট্রেডার্সকে ২ হাজারসহ মোট আট হাজার জরিমানা করে আদায় করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
বাংলাদেশ সময়: ১৬২৫ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০২২
এসআরএস