ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

নারায়ণগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ি তলিয়ে গেছে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৩ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০২২
নারায়ণগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ি তলিয়ে গেছে

নারায়ণগঞ্জ: ঘুর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে নারায়ণগঞ্জে পানিতে তলিয়ে গেছে রেলওয়ে পুলিশ ফাঁড়ি।  

মঙ্গলবার (২৫ অক্টোবর) সরেজমিনে দেখা যায়, নারায়ণগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির চলছে জোড়াতালি দিয়ে।

ভেতরে হাঁটুর উপরে পানি। রান্না চলছে কাঠের মাচায় আর প্রতিটি খাট ৩/৪টি করে ইট দিয়ে উঁচু করে রাখা। তবুও নিরাপদে নেই পুলিশ ফাঁড়ির সদস্যরা।
 
এ বিষয়ে কনস্টেবল ইমরান বলেন, আমি গত ৪ মাস ধরে এই ফাঁড়িতে কর্মরত। হালকা বৃষ্টি হলেই তলিয়ে যায় পুরো ফাঁড়ি।  

ঘুর্ণিঝড় সিত্রাংয়ের আঘাতের সময় খুবই ভয়ের মধ্যে রাত পার করেছেন বলে জানান তিনি। বলেন, বড় ধরনের দুর্ঘটনার আতঙ্কে ছিলাম। সারারাত ঘুমাতে পারিনি। পানি এখন শুধু খাটে ওঠা বাকি।
 
নারায়ণগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোখলেসুর রহমান বলেন, খুব যন্ত্রণায় আছি। হালকা বৃষ্টি হলেই ঘুম হারাম, তলিয়ে যায় পুরো বিছানাপত্র।  

এ সমস্যার মূল কারণ বর্ণনা করতে গিয়ে তিনি বলেন, চায়না ডেভেলপার কাজ ধরার পর থেকেই ড্রেনগুলো বন্ধ হয়ে যায়। তাই পানি নামার কোনো ব্যবস্থা নেই। বর্তমানে আমরা খুবই কষ্টে সময় পার করছি।

বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০২২
এমআরপি/এসএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।