ঢাকা: রাজধানীর কামরাঙ্গীরচরে কোম্পানীঘাট এলাকায় একটি ব্যাগ কারখানায় বিদ্যুতায়িত হয়ে তালাল (৩০) নামের এক কর্মীর মৃত্যু হয়েছে।
বুধবার (২৬অক্টোবর) বেলা ১১টার দিকে ওই কর্মী বিদ্যুতায়িত হন।
মৃত তালালের সহকর্মী তৌহিদ খান জানান, তারা একটি ট্রলিব্যাগ কারখানায় কাজ করেন। তালাল অপারেটরের কাজ করতেন। ঘটনার সময় সে বিদ্যুতচালিত মেশিনে সেলাইয়ের কাজ করছিলেন। এসময় মেশিনের সঙ্গে বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হন। পরে হাসপাতালে নিয়ে আসলে মারা যান।
তৌহিদ আরও জানান, তারা ওই কারখানাতেই থাকতেন। তালালের গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলায়।
ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, তালালকে সহকর্মীরা হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৪৫৮ঘণ্টা, অক্টোবর ২৬, ২০২২
এজেডএস/ইআর