ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে ১৫ কেজি গাঁজাসহ মো. নাঈম (২৪) নামে এক মাদক কারবারিকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১০)।
মঙ্গলবার (২৫ অক্টোবর) যাত্রাবাড়ী থানাধীন সায়েদাবাদের গোলাপবাগ মোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
র্যাব-১০ এর সহাকারী পুলিশ সুপার (এএসপি) এনায়েত কবীর সোয়েব জানান, অভিযানে নাঈমের কাছ থেকে ১৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। উদ্ধার গাঁজার আনুমানিক বাজারমূল্য ৪ লাখ ৫০ হাজার টাকা।
আটক নাঈম একজন পেশাদার মাদক ব্যবসায়ী। সে বেশ কিছুদিন ধরে যাত্রাবাড়ীসহ ঢাকার বিভিন্ন এলাকায় গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য সরবরাহ করে আসছিলেন। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৫২৩ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০২২
পিএম/এসএ