কক্সবাজার: কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা শিবিরে একদিনের ব্যাবধানে আবারও দুই রোহিঙ্গাকে গুলি করে হত্যা করা হয়েছে।
বৃহস্পতিবার (২৭ অক্টোবর) ভোররাত ৩টার দিকে ১৭ নম্বর রোহিঙ্গা শিবিরের ইরানী পাহাড় এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মো. ইয়াছিন (৩০) ও মো. আয়াত উল্লাহ (৪০)। দুজনই ওই ক্যাম্পের সি সাব ব্লকের এইস/৭৬ এর বাসিন্দা।
বিষয়টি নিশ্চিত করেন শিবিরে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ১৪ আমর্ড পুলিশ ব্যাটালিয়ানের (এপিবিএন) অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) সৈয়দ হারুন অর রশীদ।
তিনি জানান, নিহত হওয়া দুজন রাতে ব্লকে অবস্থান করছিলেন। এ সময় কয়েক অস্ত্রধারী রোহিঙ্গা সন্ত্রাসী গিয়ে তাদের লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মো. ইয়াছিনের মৃত্যু হয়। খবর পেয়ে এপিবিএন সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আয়াত উল্লাহকে এমএসএফ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে জানান সৈয়দ হারুন অর রশীদ।
এর আগে বুধবার (২৬ অক্টোবর) ভোরে উখিয়ার ১০ নম্বর রোহিঙ্গা শিবিরে মোহাম্মদ জসিম (২৫) নামের এক রোহিঙ্গাকে গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা।
বাংলাদেশ সময়: ১০৫৯ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০২২
এসবি/এসএ