ঢাকা: কবিরাজের ছদ্মবেশে ১৭ বছর ধরে পালিয়ে ছিলেন হেমায়েত নামে এক মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি। কালো জামা-কাপড়, মাথায় পাগড়ি পরলেও চেহারায় পরিবর্তন আসেনি।
বুধবার (২৬ অক্টোবর) রাতে রাজধানীর কেরানীগঞ্জে অভিযান চালিয়ে হেমায়েতকে আটক করে র্যাব। বাহিনীর লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার আ ন ম ইমরান খান বিষয়টি নিশ্চিত করেন।
ইমরান খান বলেন, আটক হেমায়েত ২০০৫ সালে বাগেরহাটের চাঞ্চল্যকর মনু হত্যা মামলার মৃত্যুদন্ডপ্রাপ্ত। তিনি কবিরাজের ছদ্মবেশে গত ১৭ বছর ধরে দেশে-বিদেশে পলাতক ছিলেন।
বৃহস্পতিবার (২৭ অক্টোবর) দুপুরে কারওয়ান বাজার র্যাব মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে হেমায়েতের গ্রেফতার প্রসঙ্গে বিস্তারিত জানানো হবে।
বাংলাদেশ সময়: ১১৩১ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০২২
এমএমআই/এমজে