ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

রংপুরে পরিবহন ধর্মঘটের ডাক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৬ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০২২
রংপুরে পরিবহন ধর্মঘটের ডাক

রংপুর: মহাসড়কে নছিমন-করিমনসহ তিন চাকার অবৈধ যানবাহন চলাচল বন্ধের দাবিতে ও রংপুর-কুড়িগ্রাম সড়কে প্রশাসনিক হয়রানির প্রতিবাদে পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে রংপুর মোটর মালিক সমিতি।  

শুক্রবার (২৮ অক্টোবর) সকাল ৬টা থেকে শনিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত এ ধর্মঘট চলবে।

এসময়ে বাস, মিনিবাস, মাইক্রোবাস ও ট্রাক চলাচল বন্ধ থাকবে।

রংপুর জেলা মোটর মালিক সমিতির সভাপতি মোজাম্মেল হক বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে জানান, বুধবার রাত ৮টায় রংপুর জেলা মোটর মালিক সমিতি, ট্রাক মালিক সমিতি ও কার-মাইক্রোবাস মালিক সমিতির নেতাসহ সাধারণ মালিকদের নিয়ে এক যৌথ জরুরি সভা হয়। সভায় সবার সম্মতিতে শুক্রবার ভোর ৬টা থেকে শনিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত রংপুর জেলার সব রুটে বাস, মিনিবাস, ট্রাক এবং মাইক্রোবাস বন্ধের সিদ্ধান্ত হয়েছে।

এদিকে রংপুর নগরের কালেক্টরেট ঈদগাহ মাঠে আগামী শনিবার (২৯ অক্টোবর) বিএনপির গণসমাবেশ হবে। এজন্য জেলা প্রশাসকের কাছ থেকে অনুমতি নেওয়া হয়েছে বলেও রংপুর মহানগর বিএনপি সূত্রে জানা গেছে।  

বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০২২
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।