ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

সৌদি আরব সফরে গেলেন সেনাবাহিনী প্রধান

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৪ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০২২
সৌদি আরব সফরে গেলেন সেনাবাহিনী প্রধান সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ

ঢাকা: সৌদি ন্যাশনাল গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে সৌদি আরব গিয়েছেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনে (বিওএ) সভাপতি ও সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।

আইএসপিআর এক বিজ্ঞপ্তিতে জানায়, সৌদি গেমস-২০২২ এর আয়োজক কমিটির সভাপতি আব্দুল আজিজ বিন তুর্কি আল ফয়সালের আমন্ত্রণে বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সৌদি আরবের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন সেনাপ্রধান।

আইএসপিআর জানায়, সফরকালে জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ সৌদি আরবের রিয়াদ শহরে অনুষ্ঠিত সৌদি ন্যাশনাল গেমসের উদ্বোধনী অনুষ্ঠান (২৮ অক্টোবর) ও বিভিন্ন ইভেন্টের প্রতিযোগিতা অবলোকন করবেন।

এর আগে, তিনি ২৭ অক্টোবর অভ্যাগত অতিথিদের সম্মানে আয়োজক কমিটি কর্তৃক আয়োজিত রাষ্ট্রীয় নৈশভোজে অংশ নেবেন। এ সময় তিনি সৌদি ন্যাশনাল গেমসের আয়োজক কমিটির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে মতবিনিময় করবেন।

সফর শেষে সেনাবাহিনী প্রধান আগামী ৩০ অক্টোবর সৌদি আরব হতে দেশে প্রত্যাবর্তন করবেন।

বাংলাদেশ সময়:১৭০৩ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০২২
এমইউএম/এএটি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।