জয়পুরহাট: জয়পুরহাটে চার বছরের শিশুকন্যা হেয়া পালকে মোবাইল চার্জারের তার গলায় পেঁচিয়ে হত্যার পর থানায় এসে আত্মসমর্পণ করেছেন মা মৌমিতা নামে এক নারী।
বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সকাল ১০টার পরে এ হত্যাকাণ্ড ঘটে।
জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, সন্তানকে হত্যা করে তার মা মৌমিতা পাল নিজেই থানায় হাজির হয়।
ওসি নিহতের স্বজনদের বরাত দিয়ে জানান, পারিবারিক কলহের জেরে দীর্ঘদিন ধরে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েন। কিন্তু কোন দিন তাকে ডাক্তার দেখানো হয়নি। এরই চাপে আজ সকাল ১০টার দিকে হিয়ার বাবা পাঁচবিবি উপজেলায় সোনালী ব্যাংকে চাকরিতে গেলে শিশুটির গলায় মোবাইল ফোনের চার্জার পেঁচিয়ে হত্যা নিশ্চিত করা হয়েছে। মূলত হত্যাকারীর মা দাবি করছেন, তাকে জ্বিন ভর করেছিল। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করা হলে সেটি গুরুত্ব সহকারে তদন্ত করা হবে বলেও জানান ওসি সিরাজুল।
বাংলাদেশ সময়: ১৮২২ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০২২
এএটি