ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

বরিশালে টেক্সটাইলস শ্রমিকদের সড়ক অবরোধ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪০ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০২২
বরিশালে টেক্সটাইলস শ্রমিকদের সড়ক অবরোধ

বরিশাল: পিটিয়ে আহত করার অভিযোগে বরিশাল-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করেছে বরিশালের সোনারগাঁও টেক্সটাইলস লিমিটেডের শ্রমিকরা। পরে দোষী শ্রমিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাসে সড়ক অপরোধ তুলে নেন তারা।

বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সকাল ১০টায় বরিশাল সোনারগাঁও টেক্সটাইলস লিমিটেডের প্রধান গেটের সামনে এ ঘটনা ঘটে।

সিরাজ নামে এক শ্রমিক জানান, পূর্বে অনুপস্থিত থাকায় আজ সকালে টেক্সটাইল মিলের ভেতরে ঢোকার সময় বাধা দেয় গেটের নিরাপত্তা কর্মীরা। পরে অন্যান্য শ্রমিকরা এ ঘটনার প্রতিবাদ করলে মিলের ভেতরে মালিকপক্ষের লোকজন তাদের ওপর হামলা করে।  

পরে বিক্ষুব্ধ শ্রমিকরা বিক্ষোভ ও সড়ক অবরোধ করলে কর্তৃপক্ষ দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেয়।

হামলায় আহত শ্রমিক খুকু মনি জানান, হাফিজ ও মনিরের নেতৃত্বে অন্তত ১০ শ্রমিক তাদের ওপরে লাঠিসোটা দিয়ে হামলা চালালে ছয় থেকে সাত জন শ্রমিক আহত হন। এ ঘটনায় বিক্ষুব্ধ শ্রমিকদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট। পরে বাসদের সদস্য সচিব ডা. মনিষা চক্রবর্তী ঘটনাস্থলে গিয়ে হামলাকারীদের বিচার দাবি করেন।

সোনারগাঁও টেক্সটাইলসের উপ মহাব্যবস্থাপক খায়রুল ইসলাম জানান, সকালে একজন শ্রমিকের পূর্বের অনুপস্থিতি নিয়ে সমস্যা তৈরি হয়েছিল। পরে আমি শুনেছি কে বা করা তাদের ওপর হামলা করেছে। এ ঘটনায় বিক্ষুব্ধদের দারির পরিপ্রেক্ষিতে কয়েকজনকে শাস্তি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

বরিশাল কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিমুল করিম বাংলানিউজকে জানান, শ্রমিকদের অনুপস্থিতি নিয়ে একটা ঝামেলা হয়। এর ফলে কিছু শ্রমিক বিক্ষোভ করে এবং ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করে। পরে শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়েছে। বর্তমানে ঢাকা-কুয়াকাটা মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।

বাংলাদেশ সময়: ১৮৪০ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০২২
এমএস/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।