ভোলা: র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) মহাপরিচালক খুরশীদ হোসেন বলেছেন, ‘যে কোনো দুর্যোগের সময় মানবতার সেবায় র্যাব মানুষের পাশে আছে। ঘূর্ণিঝড় সিত্রাংয়ের কারণে ক্ষতিগ্রস্ত মানুষগুলো অসহায় হয়ে পড়েছে।
বৃহস্পতিবার (২৭ অক্টোবর) দুপুরে ভোলার দৌলতখানে ঘূর্ণিঝড় সিত্রাংয়ে ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণ বিতরণের সময় তিনি এ কথা বলেন।
দৌলতখান সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে এ ত্রাণ বিতরণের আয়োজন করা হয়।
তিনি বলেন, ‘র্যাব দেশে জঙ্গি-সন্ত্রাস দমনে কাজ করছে, পাশাপাশি আর্তমানবতার সেবায়ও কাজ করছে। এজন্য সবার সহযোগিতা প্রয়োজন। ভবিষ্যতেও র্যাবের এমন কার্যক্রম অব্যাহত থাকবে। ’
‘দেশে কোনো জঙ্গি উত্থান ঘটবে না, পাহাড় বা দুর্গম এলাকা, যেখানেই জঙ্গিদের উত্থান হয়েছিল, সেখানেই নির্মূল করা হয়েছে। বান্দরবনে প্রশিক্ষণপ্রাপ্ত একটি সহিংস চক্রকেও আটক করেছে র্যাব,’ যোগ করেন তিনি।
পরে র্যাবের মহাপরিচালক উপজেলার রাধা বল্লভ মাছঘাট ও মেঘনা পাড়ে পাঁচ শতাধিক মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করেন।
একেকটি ত্রাণের প্যাকেটে ছিল চাল, ডাল, তেল, চিঁড়া, গুড়, লবণ, আলু ও স্যালাইন।
এসময় র্যাব-৮ বরিশালের অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল মাহামুদুল হাসান, অতিরিক্ত ডিআইজি ফারুকুল হক, ভোলার পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, দৌলতখান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তৌহিদুল ইসলামসহ অনেকে উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৮৪৪ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০২২
এসআই