ঢাকা: রাজধানী উত্তরায় টিস্যুর প্যাকেট থেকে ইয়াবাসহ রকি শেখ (৩০) ও মো. জুয়েল প্রকাশ মানিক (৩৪) নামে দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৭ অক্টোবর) রাতে এই তথ্য নিশ্চিত করেন উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন।
তিনি জানান, উত্তরা ৯ নম্বর সেক্টর থেকে তাদের গ্রেফতার করা হয়। এই সময় দুটি টিস্যুর প্যাকেট থেকে জব্দ করা হয় ৬০০টি ইয়াবা। মাদকগুলো তারা বিশেষ কায়দায় লুকিয়ে নিয়ে যাচ্ছিল।
গ্রেফতার রকি খুলনার খালিসপুর থানার খালিসপুর হাউজিং বাজার এলাকার মো. সুলতান শেখের ছেলে। আর জুয়েল গাজীপুর জেলার জয়দেবপুর থানার মাস্টারবাড়ি এলাকার নিয়ত আলীর ছেলে। গ্রেফতার দুজনই পেশায় ড্রাইভার, কিন্তু এর আড়ালেই চালাতেন মাদকের কারবার। তারা কক্সবাজার থেকে ইয়াবা এনে ঢাকার বিভিন্ন স্থানে সরবরাহ করতেন।
গ্রেফতার জুয়েলের বিরুদ্ধে ৩ টি মামলা রয়েছে। এ ঘটনায় নতুন করে দুজনের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৭১৬ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০২২
এজেডএস/ইআর