ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

সুখী সমৃদ্ধ দেশ গড়তে আনসার-ভিডিপি নিরলসভাবে কাজ করে যাচ্ছে:ডিজি

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০১ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০২২
সুখী সমৃদ্ধ দেশ গড়তে আনসার-ভিডিপি নিরলসভাবে কাজ করে যাচ্ছে:ডিজি সভায় মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসানসহ অন্যরা।

খুলনা: বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান বলেছেন, সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়তে তৃণমূল পর্যায়ে আনসার ও ভিডিপি নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আমাদের সবার প্রচেষ্টায় বাহিনীর সুনাম দিন দিন বৃদ্ধি পাচ্ছে।

 

তিনি বলেন, দেশ সেবার আদর্শকে সমুন্নত রেখে ও ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে থেকে সততা, নিষ্ঠা, আন্তরিকতা এবং দেশ প্রেম ও স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ হয়ে অর্পিত দায়িত্ব যথাযথাভাবে পালন করতে হবে।

তিনি বৃহস্পতিবার (২৭ অক্টোবর) দুপুরে খুলনা রেঞ্জ কার্যালয়ে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, খুলনা রেঞ্জ কার্যালয়ের মাঠে রেঞ্জাধীন প্রতিটি ব্যাটালিয়ন ও জেলার সব পর্যায়ের কর্মকর্তা, কর্মচারী ও সদস্য-সদস্যাদের সঙ্গে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন।  

এর আগে, সকাল ১০টায় তিনি খুলনা রেঞ্জ কার্যালয়ে এসে পৌঁছালে তাকে স্বাগত জানান খুলনা রেঞ্জের উপ-মহাপরিচালক শাহ আহমদ ফজলে রাব্বী।  

পরে মহাপরিচালককে ব্যাটালিয়ন আনসার সদস্যদের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করেন।

মতবিনিময় সভায় প্রথমে মহাপরিচালক মহোদয় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের যেসব সদস্য শাহাদাতবরণ করেন তাদের গভীর শ্রদ্ধাভরে স্মরণ করেন ও তাদের রুহের মাগফেরাত কামনা করে আনসার ও ভিডিপি খুলনা রেঞ্জ, জেলা কার্যালয় এবং আনসার ফ্লাওয়ার মিল পরিদর্শন করেন মহাপরিচালক।

মহাপরিচালক রেঞ্জ ও জেলা কার্যালয় এর বিভিন্ন স্থাপনা পরিদর্শন করেন। পরে মহাপরিচালক খুলনা দৌলতপুরস্থ আনসার ফ্লাওয়ার মিল পরিদশন করে মিলের সার্বিক কার্যক্রমের ওপর দিক-নির্দেশনা দেন।

বাংলাদেশ সময়: ২০৫৭ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০২২
এমআরএম/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।