পঞ্চগড়: পঞ্চগড়ে বোনের বাড়ি থেকে মোটরসাইকেলে করে নিজ বাড়িতে ফেরার পথে ট্রাক্টরের ধাক্কায় আসাদুজ্জামান রাকিব (২৯) নামে এক আইনজীবীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৭ অক্টোবর) রাতে পঞ্চগড় সদর উপজেলার গরিনা বাড়ি ইউনিয়নের রজলি খালপাড়া এলাকায় পঞ্চগড়- আটোয়ারী সড়কে এ দূর্ঘটনা ঘটে।
পারিবারিক সূত্রে জানা যায়, জেলার আটোয়ারী উপজেলায় বোনের বাড়ি থেকে মোটরসাইকেলে করে তেঁতুলিয়ার ভজনপুরে ফিরছিলেন রাকিব। একসময় রজলি খালপাড়া এলাকায় পৌঁছালে পঞ্চগড় থেকে আটোয়ারীগামী একটি দ্রুতগামী ট্রাক্টর তাকে সজোড়ে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে গুরুতর আহত হন তিনি। স্থানীয়দের সহায়তায় দ্রুত উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের নিলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। অ্যামবুলেন্সে করে রংপুর মেডিকেলে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
নিহতের চাচাতো ভাই অ্যাডভোকেট আবুল কালাম আজাদ নিহতের বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেন।
বাংলাদেশ সময়: ২২৪৭ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০২২
এসএ