ঢাকা, রবিবার, ২২ বৈশাখ ১৪৩১, ০৫ মে ২০২৪, ২৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

নদীতে পাঁচ জেলে একসঙ্গে ডুব দিয়ে একজন নিখোঁজ

  ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৫৯ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০২২
নদীতে পাঁচ জেলে একসঙ্গে ডুব দিয়ে একজন নিখোঁজ

হবিগঞ্জ: হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলায় বাঁশ তোলার জন্য নদীতে ডুব দিয়ে গিরিন্দ্র দাস (৪০) নামে এক জেলে নিখোঁজ হয়েছেন।
 
বৃহস্পতিবার (২৭ অক্টোবর) উপজেলার পুরাতন কুশিয়ারা নদীতে এ ঘটনা ঘটে।

নিখোঁজ গিরিন্দ্র দাস কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম উপজেলার হালারপুর গ্রামের নিমচান দাসের ছেলে।

স্থানীয়রা জানান, গিরিন্দ্র দাস একটি জলমহালে কাজ করার জন্য কয়েকদিন আগে আজমিরীগঞ্জে আসেন। বৃহস্পতিবার দুপুরে সুজনী খাল নামক স্থানে কুশিয়ারা নদীর তলদেশ থেকে একটি বাঁশ তোলার জন্য ডুব দেন। কিন্তু পরবর্তীতে আর ওঠে আসেননি। রাত সাড়ে ১০টায় এ রিপোর্ট লেখার সময় পর্যন্ত তাঁকে খোঁজাখুজি করা হচ্ছিল।
 
এ বিষয়ে আজমিরীগঞ্জ থানার উপ পরিদর্শক (এসআই) মনির হোসেন বাংলানিউজকে বলেন, পাঁচ জন জেলে একসঙ্গে ডুব দিয়েছিলেন। চার জন উঠে আসলেও গিরিন্দ্র দাস উঠে আসেননি। শুক্রবার (২৮ অক্টোবর) সকালে দমকল বাহিনী ঘটনাস্থলে এসে তল্লাশী শুরু করবে।

বাংলাদেশ সময়: ২৩০৫ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০২২
এসএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।