শরীয়তপুর: শরীয়তপুরে জামায়াত-শিবিবের চার নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৭ অক্টোবর) রাত ১১টায় পালং থানার ওসি (তদন্ত) আতিকুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বিকেলে পুলিশের একটি দল জেলা শহর থেকে জেলা জামায়াতের সেক্রেটারি কেএম মকবুল হোসাইন (৫৫), জামায়াত নেতা হাবিবুর রহমান (৩৯), শিবির নেতা আবু বকর সিদ্দিক (১৮) ও নুরে আলমকে (৩১) আটক করে। তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ চলছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ০০৪৫ঘণ্টা, অক্টোবর ২৮, ২০২২
এসএ