ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

চাঁদা দাবি করা ভুয়া পুলিশ ধরলো র‌্যাব

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৬ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০২২
চাঁদা দাবি করা ভুয়া পুলিশ ধরলো র‌্যাব

ঢাকা: রাজধানীর মোহাম্মদপুর এলাকায় পুলিশ পরিচয়ে চাঁদা দাবির অভিযোগে সোহান শিকদার (২৪) নামে একজনকে গ্রেফতার করেছে র‌্যাব-২।  

বৃহস্পতিবার (২৭ অক্টোবর) রাতে গোপন তথ্যের ভিত্তিতে মোহাম্মদপুর থানাধীন হুমায়ুন রোড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

এ সময় তার কাছ থেকে ১টি ট্রাকস্যুট (পুলিশ লেখা), ১টি মোটরসাইকেল, ১টি সোল্ডার লাইট, ১টি টর্স লাইট ও ১টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

গ্রেফতারের সময় সোহান পুলিশের ট্রাকস্যুট, রিফ্লেস্টিং ভেস্ট পরিহিত অবস্থায় ভুয়া পুলিশ পরিচয়ে এলাকায় চাঁদাবাজি করছিলেন।

র‌্যাব-২ এর সহকারী পরিচালক এএসপি শিহাব করিম জানান, গ্রেফতার সোহান পুলিশের একজন সদস্য বলে পরিচয় দিতেন। দীর্ঘদিন ধরে পুলিশের পোশাক ব্যবহার করে পুলিশ সদস্য হিসেবে পরিচয় দিয়ে এলাকায় প্রতারণা ও চাঁদা আদায় করাই ছিল তার কাজ।

গ্রেফতার সোহানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১০৩৪ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০২২
পিএম/এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।