গোপালগঞ্জ: গোপালগঞ্জের কাশিয়ানীতে ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসের থাকা ভারতীয় চার নাগরিক কীর্তণ শিল্পী আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৮ অক্টোবর) রাত ৯টার দিকে উপজেলার ভাটিয়াপাড়া ফ্লাইওভার অরক্ষিত লেভেল ক্রসিং এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন- ভারতের হাওড়া জেলার বাগনান থানার ধরামান্না গ্রামের বিকাশ বাগের স্ত্রী নমিতা বাগ (৩৫), চব্বিশ পরগনা জেলার গাইযাটা থানার জলেশ্বর
কোলনী গ্রামের ঈশ্বর দাসের ছেলে নিতাই দাস (৪৫), উত্তর চব্বিশ পরগনা জেলার কালাপাড়া গ্রামের তারাপদ সরকারের ছেলে আনমেশ সরকার (৪০), উত্তর চব্বিশ পরগনা জেলার বশিরহাট থানার কানাপাতা গ্রামের হারুন রায়ের ছেলে তুষার রায় (৪০)।
কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান জানান, আহতরা ভোমরা স্থলবন্দর হয়ে ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলা কুণ্ডুপাড়ায় কীর্তণ গান করতে মাইক্রোবাসে করে যাচ্ছিলেন। পথে কাশিয়ানী ভাটিয়াপাড়া ফ্লাইওভার লেভেল ক্রসিং পার হওয়ার সময় রাজশাহী থেকে গোপালগঞ্জগামী বঙ্গমাতা টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনের সঙ্গে মাইক্রোবাসের ধাক্কা লাগে। এতে মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে গিয়ে চার শিল্পী আহত হন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মিরা আহতরা উদ্ধার করে কাশিয়ানী হাসপাতালে নিয়ে আসে।
আলফাডাঙ্গা কুণ্ডুপাড়া কালীমন্দির কমিটি সভাপতি প্রকাশ কুণ্ডু জানান, কালীপূজার পরে প্রতিবছর এখানে অষ্টকালি লিলা কীর্তণ গান অনুষ্ঠিত হয়। গত সোমবার কালীপূজা হয়েছে। আগামীকাল শুক্রবার অষ্টকালী লীলা কীর্তণ অনুষ্ঠানে গান করতে ভারত থেকে ৫ কীর্তণ শিল্পী আসছিলেন। আসার পথে দুর্ঘটনায় চার শিল্পী আহত হয়েছেন। কাশিয়ানী হাসপাতালে তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।
বাংলাদেশ সময়: ১১১২ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০২২
এসআরএস