বাগেরহাট: বাগেরহাটের মোল্লাহাটে স্ত্রীর ওপর অভিমান করে তিন বছরের ছেলেকে বালিসচাপা দিয়ে হত্যার পরে আত্মহত্যা করেছেন হায়দার মোল্লা (২৮) নামের এক ব্যক্তি।
শুক্রবার (২৮ অক্টোবর) রাত ৮টার দিকে উপজেলার বড় গাওলা গ্রামে ঘটে এ ঘটনা।
নিহত হায়দার মোল্লা উপজেলার বড়গাওলা গ্রামের সলেমান মোল্লার ছেলে। তিনি গত দুই মাস ধরে ঢাকায় একটি বেসরকারি কোম্পানীতে চাকরি করতেন।
বাগেরহাট জেলা পুলিশের মিডিয়া সেলের প্রধান সমন্বয়কারী পুলিশ পরিদর্শক এস এম আশরাফুল আলম বাংলানিউজকে বলেন, হায়দার মোল্লার সঙ্গে তার স্ত্রী জোবাইরা খাতুনের পারিবারিক বিষয় নিয়ে মনোমালিন্য ছিল। এরই জের ধরে গত ৬ থেকে ৭ মাস আগে জোবাইরা তার বাবার বাড়ি চলে যান। কিন্তু তাদের তিন বছরের ছেলে জিসান তার দাদীর সঙ্গে হায়দারের বাড়িতে থাকতো।
তিনি আরও বলেন, গত বৃহস্পতিবার (২৭ অক্টোবর) রাত ১১টার দিকে হায়দার ঢাকা থেকে বাড়ি আসেন। সন্ধ্যার পরে তিনি তার বসত ঘরে ছেলে জিসানকে বালিশচাপা দিয়ে হত্যা করেন। এরপর তিনি নিজেও ঘরের ফ্যানের সঙ্গে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। পরে স্থানীয় লোকজন ও প্রতিবেশীরা দীর্ঘক্ষণ ঘরের দরজা ভিতর থেকে বন্ধ দেখে ডাকাডাকি করতে থাকেন। এক পর্যায়ে কারও কোনো সাড়াশব্দ না পেয়ে তারা ঘরের দরজা ভেঙে ভেতরে হায়দার ও তার ছেলে জিসানের মরদেহ দেখতে পান।
পরে খবর পেয়ে রাত ৯টার দিকে মোল্লাহাট থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান এ কর্মকর্তা।
বাংলাদেশ সময়: ১০১২ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০২২
এফআর