ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

বিএনপির গণসমাবেশ, রাতেই কানায় কানায় ভরে গেছে রংপুরের সমাবেশস্থল

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৯ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০২২
বিএনপির গণসমাবেশ, রাতেই কানায় কানায় ভরে গেছে রংপুরের সমাবেশস্থল

রংপুরে বিএনপির বিভাগীয় গণসমাবেশ আজ (শনিবার)। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি, জ্বালানি তেলসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধি এবং চলমান আন্দোলনে পুলিশের গুলিতে পাঁচজন নেতাকর্মীর নিহতের প্রতিবাদে আয়োজন করা হয়েছে এ সমাবেশ।

শুক্রবার (২৯ অক্টোবর) রাতেই সমাবেশস্থল কালেক্টরেট ঈদগাহ মাঠের কানায় কানায় বিএনপির নেতাকর্মীদের দিয়ে ভরে যায়। রাতভর স্লোগানে স্লোগানে মুখরিত ছিল সেই মাঠ।

বৃহস্পতিবার (২৮ অক্টোবর) রাত থেকেই আশপাশের জেলার লোকজন সমাবেশস্থলে এসে অবস্থান নিতে শুরু করেন। আজ শনিবার (২৯ অক্টোবর) শহরের কালেক্টরেট ঈদগাহ মাঠে আয়োজিত বিএনপির গণসমাবেশে যোগ দিতে আসা মানুষদের দিয়ে সেই মাঠ এখন পরিপূর্ণ।

এ সমাবেশকে উদ্দেশ করে ডাকা দুই দিনের পরিবহন ধর্মঘটের কারণে তারা আগে-ভাগেই নিজ জেলা থেকে নানা উপায়ে এসে রংপুরে অবস্থান নেন। চট্টগ্রাম, ময়মনসিংহ ও খুলনার সমাবেশে বাধার পূর্ব অভিজ্ঞতা থেকে উত্তরের জেলাগুলোর কর্মী-সমর্থকরা আগেই রংপুরে আসার প্রস্তুতি নিয়েছিলেন।

স্থানীয় নেতারা জানান, পরিবহন ধর্মঘটের বাধা পেরিয়ে দুই দিন আগে থেকেই রংপুর বিভাগের আট জেলার নেতাকর্মীরা আসতে শুরু করেছেন।

বাংলাদেশ সময়: ১০২৭ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০২২
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।