ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

আড়াই ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়া ফেরি চলাচাল শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪১ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০২২
আড়াই ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়া ফেরি চলাচাল শুরু

রাজবাড়ী: ঘন কুয়াশায় প্রায় আড়াই ঘণ্টা বন্ধ থাকার পর পুনরায় ফেরি চলাচল শুরু হয়েছে দেশের দক্ষিণঞ্চলের ২১ জেলার গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার হিসেবে পরিচিতি দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে।

শনিবার সকাল ৮টার দিকে পদ্মায় কুয়াশার ঘনত্ব কমে এলে পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক হয়।

এরআগে ভোর সাড়ে ৫টার দিক থেকে পদ্মার অববাহিকায় তীব্র কুয়াশায় পড়তে থাকায় নৌ দুর্ঘটনা এড়াতে এরুটে ফেরি চলাচল বন্ধ রাখে কর্তৃপক্ষ।

এদিকে দীর্ঘ প্রায় সোয়া দুই ঘণ্টা ফেরি চলাচল বন্ধ থাকলেও যানবাহনের সিরিয়াল হয়নি দৌলতদিয়া প্রান্তে।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট ব্যবস্থাপক মো. সালাহউদ্দিন জানান, ঘন কুয়াশায় ভোর থেকে ফেরি চলাচল বন্ধ ছিল। কুয়াশার ঘনত্ব কমে আসায় সকাল পৌনে ৮টার দিকে পুনরায় ফেরি চলাচল শুরু হয়েছে। তবে নদী পারের অপেক্ষায় দৌলতদিয়া প্রান্তে সিরিয়ালে কোনো যানবাহন নাই। বর্তমানে এরুটে ছোট বড় ১১টি ফেরি চলাচল করছে।

বাংলাদেশ সময়: ১১৪২ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০২২
এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।