ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে ডিএমপির র‌্যালি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৯ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০২২
কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে ডিএমপির র‌্যালি

ঢাকা: কমিউনিটি পুলিশিং ডে-২০২২ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

শনিবার (২৯ অক্টোবর) সকালে ডিএমপি সদর দপ্তর থেকে র‌্যালিটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রাজারবাগ পুলিশ লাইন্সে গিয়ে শেষ হয়।

‘কমিউনিটি পুলিশিংয়ের মৃলমন্ত্র, শান্তি-শৃঙ্খলা সর্বত্র’ স্লোগানকে সামনে রেখে এবারের কমিউনিটি পুলিশিং ডে পালিত হচ্ছে। দিবসটি উপলক্ষে রাজধানীসহ সারা দেশে নানা কর্মসূচি পালন করছে পুলিশ।

ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলামের নেতৃত্বে র‌্যালিতে অংশ নেন ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম) কে এম হাফিজ আক্তার, সিটিটিসি প্রধান মো. আসাদুজ্জামান, ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তা, চিত্র জগতের নায়ক-নায়িকাসহ বিশিষ্ট ব্যক্তি ও সাধারণ জনগণ।  

ডিএমপির র‌্যালি শেষে রাজারবাগ পুলিশ লাইন্স অডিটোরিয়ামে ‘কমিউনিটি পুলিশিং ডে’র আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১২৩৮ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০২২
পিএম/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।