ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

খিলগাঁওয়ে ইয়াবাসহ কারবারি আটক

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৫ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০২২
খিলগাঁওয়ে ইয়াবাসহ কারবারি আটক

ঢাকা: রাজধানীর খিলগাঁও এলাকা থেকে ৬০টি ইয়াবা ট্যাবলেট জব্দসহ এক মাদক কারবারিকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটারিয়ন (র‌্যাব-৩)।

আটক মাদক কারবারি হলেন- মো. আব্দুল রাজ্জাক (৫২)।

তিনি ময়মনসিংহ জেলার ফুলবাড়ীয়া থানার কমলাপুর গ্রামের মৃত আব্দুল হানিফের ছেলে।  

শনিবার (২৯ অক্টোবর) দুপুরে র‌্যাব-৩ এর অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।  

তিনি জানান, শুক্রবার (২৮ অক্টোবর) রাতে রাজধানীর খিলগাঁও থানাধীন এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। অভিযানে তাকে তল্লাশি করে ৬০টি ইয়াবা ট্যাবলেট, ১টি মোবাইলফোন এবং নগদ ২ হাজার টাকা জব্দ করা হয়।  

র‌্যাব-৩ এর অধিনায়ক জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক আসামি তার কৃতকর্মের বিষয়টি স্বীকার করেছেন। তিনি দীর্ঘদিন ধরেই রাজধানীর বিভিন্ন এলাকায় অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট নিজ হেফাজতে রেখে কেনা-বেচা করে আসছিলেন।  

আটক আসামির বিরুদ্ধে খিলগাঁও থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।  

বাংলাদেশ সময়: ১৩৩২ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০২২
এসজেএ/এসএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।