নাটোর: নাটোরের সিংড়া থেকে সাড়ে ২৬ কেজি গাঁজা ও বহনকাজে ব্যবহৃত একটি পিকআপভ্যানসহ পাঁচ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র্যাব-৫)।
শুক্রবার (২৮ অক্টোবর) দিনগত রাতে সিংড়া উপজেলার ভাগনগরকান্দি আমরুলপাড়া এলাকায় চেকপোস্ট বসিয়ে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার পশ্চিম সারডুবি গ্রামের মো. আতোয়ার রহমানের ছেলে ও পিকআপভ্যান চালক মো. রিপন ইসলাম (২৬), মধ্য গড্ডিমারি এলাকার মো. শাহ জালালের ছেলে ও পিকআপেভ্যানের হেলপার মো. রুবেল হোসেন (২৫), নাটোর জেলার সিংড়া উপজেলার পৌর সদরের সরকারপাড়া এলাকার মৃত আশকান আলীর ছেলে মো. মুন্নাব আলী (৩৮), পেট্রোবাংলা এলাকার মৃত বাবু হোসেনের ছেলে মো. সাগর আলী (২২) ও গোডাউন পাড়া এলাকার মো. ফটিক আলীর ছেলে মো. জিসান আলী (১৯)।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আটকরা সবাই পেশাদার মাদক বিক্রেতা। তারা দীর্ঘদিন ধরেই আইন-শৃংখলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে দেশের বিভিন্ন অঞ্চলে মাদক ক্রয়-বিক্রয় করে আসছিল। শুক্রবার তারা জব্দকৃত এসব গাঁজা দেশের সীমান্তবর্তী এলাকা থেকে সংগ্রহ করে বিক্রির উদ্দেশে নিজ হেফাজতে রেখে পরিবহন করছিল।
পরে বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নাটোর জেলার সিংড়া উপজেলার ভাগনাগরকান্দি আমরুলপাড়া এলাকায় জনৈক মো. জয়নাল প্রামানিকের বসত বাড়ির সামনে আত্রাই-সিংড়া সড়কে চেকপোস্ট বসানো হয়। এতে কোম্পানি অধিনায়ক, অতিরিক্ত পুলিশ সুপার মো. ফরহাদ হোসেন ও কোম্পানি উপ-অধিনায়ক, সহকারী পুলিশ সুপার মো. রফিকুল ইসলামের নেতৃত্ব দেন।
এ সময় একটি সাদা-হলুদ রংয়ের পিকআপ থেকে সাড়ে ২৬ কেজি শুকনো গাঁজা, সাতটি মোবাইল ফোন, নয়টি সিমকার্ড, তিনটি মেমোরি কার্ড ও নগদ ১৯ হাজার ৩৩০ টাকা জব্দসহ ওই পাঁচ মাদক বিক্রেতাকে আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে সিংড়া থানায় মামলা রুজু করা হয়েছে।
র্যাব-৫, নাটোর ক্যাম্প কোম্পানি অধিনায়ক ও অতিরিক্ত পুলিশ সুপার মো. ফরহাদ হোসেন বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ১৩৫৪ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০২২
এফআর