কুমিল্লা: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার মুরাদনগরে ট্রাকচাপায় সাদিয়া আক্তার (১৫) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
শনিবার (২৯ অক্টোবর) দুপুর ১২টার দিকে উপজেলার গোমতা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিক্ষার্থী স্থানীয় গোমতা গ্রামের সাইফুল ইসলামের মেয়ে সাদিয়া আক্তার (১৫)। সে স্থানীয় একটি স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী।
কুমিল্লার ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ প্রেমধন মজুমদার বাংলানিউজকে বলেন, দুর্ঘটনার পর প্রায় এক ঘণ্টা ওই মহাসড়ক অবরোধ করে রাখে শিক্ষার্থী ও স্থানীয়রা। এতে মহাসড়কে দু’পাশেই দীর্ঘ যানজট সৃষ্টি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মহাসড়ক থেকে মানুষকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়। ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৬১১ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০২২
এসআরএস