ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

মুরাদনগরে ট্রাকচাপায় শিক্ষার্থীর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৫ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০২২
মুরাদনগরে ট্রাকচাপায় শিক্ষার্থীর মৃত্যু

কুমিল্লা: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার মুরাদনগরে ট্রাকচাপায় সাদিয়া আক্তার (১৫) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।  

শনিবার (২৯ অক্টোবর) দুপুর ১২টার দিকে উপজেলার গোমতা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত শিক্ষার্থী স্থানীয় গোমতা গ্রামের সাইফুল ইসলামের মেয়ে সাদিয়া আক্তার (১৫)। সে স্থানীয় একটি স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী।  

কুমিল্লার ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ প্রেমধন মজুমদার বাংলানিউজকে বলেন, দুর্ঘটনার পর প্রায় এক ঘণ্টা ওই মহাসড়ক অবরোধ করে রাখে শিক্ষার্থী ও স্থানীয়রা। এতে মহাসড়কে দু’পাশেই দীর্ঘ যানজট সৃষ্টি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মহাসড়ক থেকে মানুষকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়। ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬১১ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।