ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

উত্তর সিটির জনগণকে অ্যাওয়ার্ড উৎসর্গ করলেন আতিক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০২ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০২২
উত্তর সিটির জনগণকে অ্যাওয়ার্ড উৎসর্গ করলেন আতিক ছবি: রাজীন চৌধুরী

ঢাকা: ঢাকা উত্তর সিটি করপোরেশনের জনগণকে ব্লুমবার্গ ফিলানথ্রপিস অ্যাওয়ার্ড ২০২২ পুরস্কার উৎসর্গ করলেন বলে জানান ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম। তিনি বলেন, এই শহরের জনগণই অ্যাওয়ার্ডটির যোগ্য।

এই শহরের খেলার মাঠ, পার্ক ও খাল তাদেরই দেখে রাখতে হবে। আসুন আমরা সবাই মিলে সুন্দর, সচল ও সুস্থ একটি রাজধানী গড়ে তুলি।


শনিবার (২৯ অক্টোবর) রাজধানীর গুলশানের নগরভবনের অডিটোরিয়ামে সি৪০ সিটিস সম্মেলন ও ব্লুমবার্গ অ্যাওয়ার্ড-২০২২ অর্জন বিষয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

মেয়র আতিকুল ইসলাম বলেন, জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাবের ফলে প্রতিদিন ঢাকা শহরে দুই হাজার মানুষ আসেন। তাই জলবায়ু উদ্বাস্তুদের জন্য বরাদ্দকৃত ফান্ডের জন্য ৫০ শতাংশ বরাদ্দ করতে হবে। গ্রিন জব তৈরি করতে হবে এবং জলবায়ু উদ্বাস্তুদের জন্য স্বল্প খরচে বাসস্থানের ব্যবস্থা করে দিতে হবে।  

সাংবাদিকদের প্রশ্নের জবাবে মেয়র বলেন, মহাখালীতে উচিত ছিল সিটি বাস সার্ভিস করা। সেখানে আন্তঃজেলা বাস টার্মিনালের জন্য না। যখন প্ল্যান করা হয় তখন আমরা খুব শর্ট টার্ম প্লান করি, আমরা টার্ম ভিশনে যেতে পারছি না এটাই আমাদের সমস্যা। আজ যদি মহাখালী, গাবতলী, সায়দাবাদ ও যাত্রাবাড়ী বাস স্ট্যান্ডকে বলা হতো যে অনলি ফর ইন্টারসিটি তাহলে কিন্তু আজকের সিটিটা এত খারাপ হয় না। আজকে বগুড়া থেকে বাস আসছে, ময়মনসিংহ থেকে বাস আসছে। এই বাসগুলো সিটির ভেতরে মহাখালীতে যায়। এটি হবে না। এটির জন্য অলরেডি প্ল্যান করেছি। একটি মাস্টার প্ল্যান আমাদের করতে হচ্ছে।

ডিএনসিসি জানায়, মূলত স্থিতিস্থাপক তৈরি করতে ঐক্যবদ্ধ ক্যাটাগরিতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ব্লুমবার্গ ফিলানথ্রপিস অ্যাওয়ার্ড ২০২২ পুরস্কার লাভ করে ডিএনসিসি। গত ১৯ অক্টোবর আর্জেন্টিনার শহরের বুয়েনস আয়ার্সে সি৪০ এর সম্মেলনে সি৪০ সিটির চেয়ারম্যান ও লন্ডনের মেয়র সাদিক খান এ পুরস্কার তুলে দেন ডিএসিসি মেয়র মো. আতিকুল ইসলামের হাতে।

উন্মুক্ত স্থান সমূহের আধুনিকায়ন উন্নয়ন ও সবুজায়ন প্রকল্পের আওতায় ১৮টি পার্ক, ৪টি খেলার মাঠ ৫০টি নতুন পাবলিক টয়লেট নির্মাণ ও ২৩টি বিদ্যমান পাবলিক টয়লেটের উন্নয়ন, দুইটি কবরস্থানের উন্নয়ন এবং একটি পশু জবাইখানা উন্নয়ন কার্যক্রম এই পুরস্কার প্রাপ্তিতে ভূমিকা রেখেছে।

বাংলাদেশ সময়: ১৭০৩ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০২২
এমএমআই/এসআইএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।