ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

পরিবারের সদস্যদের হাতুড়ি পেটায় আহত কৃষকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৮ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০২২
পরিবারের সদস্যদের হাতুড়ি পেটায় আহত কৃষকের মৃত্যু প্রতীকী ছবি

ফরিদপুর: জমি লিখে না দেওয়ায় ফরিদপুরের সালথায় স্ত্রী, দুই মেয়ে ও জামাতার হাতুড়ি পেটায় আহত আব্দুল খালেক সরদার (৫০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।  

শনিবার (২৯ অক্টোবর) সকালে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

 

বিকেলে সালথা থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদ এ তথ্যের সত্যতা বাংলানিউজকে নিশ্চিত করেন।  

নিহত আব্দুল ওই উপজেলার দক্ষিণ আটঘর গ্রামের বাসিন্দা।  

জানা গেছে, গত ১৪ অক্টোবর দক্ষিণ আটঘর গ্রামে জমি সংক্রান্ত এক পারিবারিক বিরোধে আব্দুলকে হাতুড়ি পেটা করেন নিজ স্ত্রী, দুই মেয়ে ও মেয়ে জামাই। পরে আহতাবস্থায় তাকে উদ্ধার করে ফরিদপুরের একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে স্থান্তরিত করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় আহতের ১৫ দিন পর শনিবার সকালে খালেকের মৃত্যু হয়।

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শেখ সাদিক বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য ফরিদপুরের হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে মামলা পক্রিয়াধীন।  

বাংলাদেশ সময়: ১৮০৫ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।