ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

তুরাগে চাদর পেঁচানো অবস্থায় নারীর মরদেহ উদ্ধার

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৪ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০২২
তুরাগে চাদর পেঁচানো অবস্থায় নারীর মরদেহ উদ্ধার

ঢাকা: রাজধানীর তুরাগ এলাকা থেকে অজ্ঞাতপরিচয় (৫০) এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  নিহত নারীর নাম-ঠিকানা জানার জন্য সিআইডি পুলিশ ফিঙ্গার প্রিন্ট সংগ্রহ করেছে।

শনিবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেন তুরাগ থানার (ইন্সপেক্টর তদন্ত) মো. শরিফুল ইসলম।

তিনি জানান, তুরাগ থানাধীন ১৭ নম্বর সেক্টর ব্লক-১, প্লট নং-১১ এর মো. সেলিমের নির্মাণাধীন ভবনের ৫০ গজ উত্তরে পাকা রাস্তার ওপর থেকে চাদর পেঁচানো অবস্থায় এক নারীর মরদেহ পড়েছিল। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।

নিহতের শরীরে আঘাতের চিহ্ন আছে, হতে পারে এটি হত্যাকাণ্ড। বিষয়টি তদন্ত করা হচ্ছে। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮৫৪ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০২২
এজেডএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।