ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

মেলান্দহে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুইজনের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৯ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০২২
মেলান্দহে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুইজনের মৃত্যু

জামালপুর: জামালপুরের মেলান্দহ উপজেলার পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. লিচু মিয়া (৪০) নামে এক ব্যবসায়ী ও আজাদ (২৭) নামে এক অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে।

শনিবার (২৯ অক্টোবর) বিকেল নাংলা ইউনিয়নের দেউলাবাড়ী ও মাহমুদপুর ইউনিয়নের খাসিমারা এলাকায় দুপুরে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- নাংলা ইউনিয়নের দেউলাবাড়ী এলাকার সাহেব আলীর ছেলে লিচু মিয়া ও মাহমুদপুর ইউনিয়নের খাসীমারা এলাকার জিন্দাল মিয়া ছেলে আজাদ মিয়া।

এলাকাবাসী জানায়, শনিবার বিকেলে গোসল করে কাপড় রোদে শুকাতে দিলে বৈদ্যুতিক লাইনের সঙ্গে থাকা তারে হাত লাগলে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলে লিচু মিয়ার মৃত্যু হয়। অপরদিকে মাহমুদপুর ইউনিয়নের খাসিমারা এলাকায় দুপুরে অটোরিকশা চার্জ দিতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই আজাদের মৃত্যু হয়।

মাহমুদপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আয়েশা আক্তার আজাদের মৃত্যুর ঘটনা নিশ্চিত করেন।

মেলান্দহ থানার উপপরিদর্শক (এসআই) দেলোয়ার হোসেন দেউলাবাড়ী এলাকার বিদ্যুৎস্পৃষ্ট হয়ে লিচু মিয়ার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

বাংলাদেশ সময়: ১৯১৯ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।