ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

কুমিল্লা গার্ডেনার্স সোসাইটির গাছের চারা বিতরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৯ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০২২
কুমিল্লা গার্ডেনার্স সোসাইটির গাছের চারা বিতরণ

কুমিল্লা: 'সবুজে থাকুন, সবুজে বাঁচুন'- এ স্লোগানকে সামনে রেখে কুমিল্লা গার্ডেনার্স সোসাইটি নামে একটি সংগঠন গাছের চারা বিতরণ করেছে।  

শুক্রবার (২৮ অক্টোবর) বিকেলে কুমিল্লা ফরিদা বিদ্যায়তন উচ্চ বিদ্যালয়ে দেড় হাজার চারা ও কাটিং বিতরণ করে সংগঠনটি।

 

এসময় উপস্থিত ছিলেন- কুমিল্লা মেডিকেল কলেজের শিক্ষক ডা. নারগিস আক্তার, কুমিল্লা কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ নারগিস নিরু, ব্যাংকার জেসমিন আক্তার, ফারজানা আফরোজ, মাহমুদা সুমি, আশরাফ রউফ, এইচ এম মোরশেদসহ অন্যান্যরা।

২০১৬ সালে কুমিল্লা মেডিকেল কলেজের চিকিৎসক আবু নাঈমের হাত ধরে সংগঠনটির যাত্রা শুরু। বর্তমানে সংগঠনটির সদস্য সংখ্যা ২৭ হাজার। এ পর্যন্ত দুই লক্ষাধিক চারা, কাটিং ও বীজ বিনামূল্যে বিতরণ করেছে সংগঠনটি।

সংগঠনটির প্রতিষ্ঠাতা ডা. আবু নাঈম বলেন, কোনো বাণিজ্যিক উদ্দেশ্যে নয়, কুমিল্লাকে সবুজ করে তুলতে আমাদের এই প্রচেষ্টা। আমি চাই, কুমিল্লার একটি ছাদও যেন খালি না থাকে। বাগানিদের মাধ্যমে এ মেসেজ আমরা সবার কাছে পৌঁছে দিচ্ছি। ইট-পাথরের এই শহর আবারো সবুজে ভরে দিতে চাই।

বাংলাদেশ সময়: ১৯৩৬ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।