গাজীপুর: গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী থানা এলাকা থেকে ৪ হাজার ৩৪৫ পিস ইয়াবাসহ চার জনকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (২৯ অক্টোবর) কোনাবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদের নামে মামলা দায়ের করা হয়েছে।
এর আগে, শুক্রবার রাতে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন- গোপালগঞ্জের টঙ্গীপাড়া থানার পাটগাতী এলাকার হাবিবুর রহমান যুবরাজ (৩৮), টাঙ্গাইলের মধুপুর থানা এলাকার মুজিবুর রহমান (৫৬), গাজীপুরের জয়দেবপুর থানার রানীপুর মধ্যপাড়া এলাকার সুমন চন্দ্র বর্মন (৩৫) ও গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী থানার আমবাগ পূর্বপাড়া এলাকার সুমন ওরফে ভিসিডি সুমন (৩৭)।
কোনাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সাখাওয়াত ইমতিয়াজ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে কোনাবাড়ী কলেজ গেট এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে হাবিবুর রহমানকে ২ হাজার ৩০০ পিস এবং মুজিবুর রহমানকে ১ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যে আমবাগ ঈদগা মাঠ এলাকা থেকে সুমন চন্দ্র বর্মন ও ভিসিডি সুমনকে ১ হাজার ৪৫ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়। এ সময় তার কাছে আরও ২৫০ পিস ভাঙ্গা ইয়াবা পাওয়া যায়।
বাংলাদেশ সময়: ১৯৪৫, অক্টোবর ২৯, ২০২২
আরএস/জেডএ