ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

বঙ্গবন্ধুর সমাধিতে বিআরটিএ কর্মচারী কল্যাণ সমিতির শ্রদ্ধা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৮ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০২২
বঙ্গবন্ধুর সমাধিতে বিআরটিএ কর্মচারী কল্যাণ সমিতির শ্রদ্ধা

ঢাকা: টুঙ্গীপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন বিআরটিএ কর্মচারী কল্যাণ সমিতির নবনির্বাচিত নেতারা।

শনিবার (২৯ অক্টোবর) সকালে বঙ্গবন্ধুর সমাধি সৌধে পুষ্পস্তবক অর্পণ ও ফাতেহা পাঠ করা হয়।

এ সময় নবনির্বাচিত নেতারা বঙ্গবন্ধু ও তার পরিবারের সব সদস্যদের জন্য বিশেষ মোনাজাতে অংশ নেন।

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের নতুন সভাপতি মো. আশিকুর রহমান ও সাধারণ সম্পাদক তানজির হোসেনের নেতৃত্বে সহ-সভাপতি সালমিন আলম ও মো. আমিনুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মো. রেজাউল করিম হাওলাদার, কোষাধ্যক্ষ সম্পাদক মো. আমিনুল হক, সাংগঠনিক সম্পাদক মো. মেহেদী ইকবাল পাটোয়ারী, দপ্তর সম্পাদক আল আমিন, প্রচার সম্পাদক ইব্রাহিম খলিল রেজা, ধর্ম ও ক্রীড়া সম্পাদক মো. মারনুজ রহমান ও মহিলাবিষয়ক সম্পাদক মাকসুদা সুলতানা।

গত ১৪ অক্টোবর রাজধানীর বনানীতে বিআরটিএর প্রধান কার্যালয়ে এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নতুন নির্বাচিত নেতারা আগামী তিন বছর দায়িত্ব পালন করবেন।

বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০২২
ইএস/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।