ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

ময়মনসিংহে মাহেন্দ্র-ট্রলির সংঘর্ষে নিহত ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০২ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০২২
ময়মনসিংহে মাহেন্দ্র-ট্রলির সংঘর্ষে নিহত ২

ময়মনসিংহ: ময়মনসিংহ সদর উপজেলার তারাকান্দা মহাসড়কে যাত্রীবাহী মাহেন্দ্রর সঙ্গে একটি মালভর্তি হ্যান্ড ট্রলির সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে কমপক্ষে আরও ৭ জন।

নিহতরা হলেন- উপজেলার দুগাছি গ্রামের সুলেমানের ছেলে সানি (৭) ও মৃত হাছান আলীর স্ত্রী হালিমা (৫২)।  

শনিবার (২৯ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে আলালপুর নামকস্থানে নিপা অটো রাইস মিলের সামনে এ দুর্ঘটনা ঘটে।  

আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম পরিচয় জানা যায়নি।  

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ এ তথ‍্য নিশ্চিত করেছেন।  

তিনি জানান, যাত্রীবাহী মহেন্দ্রটি ময়মনসিংহ শহর থেকে তারাকান্দা যাচ্ছিল। এ সময় বিপরীত দিন থেকে আসা একটি মালবাহী হ্যান্ড ট্রলির সঙ্গে সংঘর্ষ হলে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়।  

বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।